দীর্ঘ পাঁচ মাস পর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত সরকার। মসলাপণ্যটির আমদানিতে দেশের ব্যবসায়ীদেরও মিলেছে অনুমতিপত্র।
এর পরিপ্রেক্ষিতে রোববার (১৫ মার্চ) বিকাল থেকে দিনাজপুরের হিলি, যশোরের বেনাপোল ও সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরগুলো দিয়ে দেড় শতাধিক পেঁয়াজভর্তি ভারতীয় ট্রাক প্রবেশ করে।
বেনাপোল বন্দর দিয়ে রবিবার বিকেল সাড়ে ৪ টার সময় ৩টি ট্রাকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে বাংলাদেশে আমদানি হয়েছে। দুটি কনসারমেন্টে এই পেঁয়াজ আমদানি হয়।
এর আমদানিকারক প্রতিষ্ঠান হলো খুলনার হামিদ এন্টারপ্রাইজ ও মাহি অ্যান্ড মাহিবি এন্টারপ্রাইজ। এরমধ্যে হামিদ এন্টারপ্রাইজ ৬৩ মেট্রিক টন এবং মাহি অ্যান্ড মাহিবি এন্টারপ্রাইজ ২৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে। প্রতি মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হচ্ছে ৩০৫ ডলারে।
খুলনার হামিদ এন্টারপ্রাইজের মালিক আব্দুল হামিদ জানান, দেশে এবার প্রচুর পেঁয়াজের আবাদ হয়েছে। দামও অনেক কম।
বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কোয়ারেন্টাইনের উপ-সহকারী কর্মকর্তা হেমন্ত কুমার ভারত থেকে ৯১ মেট্রিক টন পেঁয়াজ আমদানির বিষয়টি নিশ্চিত করেছেন।
ভোমরা শুল্কস্টেশনের রাজস্ব শাখা থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, গতকাল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ভারত থেকে বন্দরটি দিয়ে মোট ২৫ ট্রাক পেঁয়াজ দেশে ঢুকেছে। প্রতিটি ট্রাকে ২০ টন করে পেঁয়াজ রয়েছে।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম জানান, প্রথম দিনে ভোমরা বন্দর দিয়ে সীমিত পরিমাণে আমদানি হলেও দু-একদিনের মধ্যে তা বেড়ে যেতে পারে।
একই দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়েও পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। বিকাল ৪টা পর্যন্ত বন্দরটি দিয়ে চারটি ট্রাকে মোট ৯২ টন পেঁয়াজ দেশে ঢুকেছে। এছাড়া হিলি স্থলবন্দরের ভারতের অংশে ২৫-৩০টি পেঁয়াজের ট্রাক দেশে ঢোকার অপেক্ষায় রয়েছে।
গত বছরের ২৯ সেপ্টেম্বরে অভ্যন্তরীণ বাজার ভারসাম্য রক্ষার্থে পেঁয়াজ রফতানি বন্ধ করে দেয় ভারত সরকার। তবে নতুন মৌসুমের পেঁয়াজ ওঠার পর দেশটির বাজারে সরবরাহ বেড়ে মসলাপণ্যটির দাম অপ্রত্যাশিতভাবে কমে যায়। ফলে দেশটির কৃষক ও ব্যবসায়ীরা সরকারের কাছে পণ্যটির রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার অনুরোধ জানান।
এ পরিপ্রেক্ষিতে ফেব্রুয়ারির শেষ দিকে মসলাপণ্যটির ওপর রফতানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল দেশটি। ঘোষণার পাঁচদিন পর ২ মার্চ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করেছিল ভারতের বৈদেশিক বাণিজ্য বিভাগ, যা গতকাল থেকে কার্যকর হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা