অনলাইন ডেস্ক
ভারতে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১ হাজার ৭৩৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ৬১ হাজার ৩৮৬ জন। আগের ২৪ ঘণ্টার তুলনায় দৈনিক শনাক্তের সংখ্যা কমেছে ৩ শতাংশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ভারতে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার ৮৮৫ জন। বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১৬ লাখ ২১ হাজার।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, দেশটিতে দৈনিক শনাক্তের হার কমে ৯ দশমিক ২৬–এ নেমেছে। আগের দিন এ হার ছিল ১১ দশমিক ৬। এদিন ১ লাখ ৬৭ হাজার মানুষের করোনা শনাক্ত হয়েছিল। ভারতে সাপ্তাহিক করোনা শনাক্তের হার ১৪ দশমিক ১৫।
দেশটিতে করোনা আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হওয়া ১ হাজার ৭৩৩ জনের মধ্যে ১ হাজার ৬৩ জনই কেরালার বাসিন্দা।
ভারতে এখন পর্যন্ত টিকার পূর্ণ ডোজ নিয়েছেন ৭৫ শতাংশের বেশি মানুষ।
আরোও পড়তে পারেন : করোনায় কমেছে মৃত্যু, মোট শনাক্ত ৬২ কোটি ছুঁই ছুঁই