অনলাইন ডেস্ক
এ সময় স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন এবং বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্রিটিশ সরকার মর্মান্তিক দুর্ঘটনার পর দগ্ধ রোগীদের চিকিৎসা সহায়তা দিতে ‘নয় সদস্যবিশিষ্ট’ একটি মেডিকেল টিম ঢাকায় পাঠায়। দলটি ৯ আগস্ট ঢাকায় এসে শুধু রোগীদের চিকিৎসাই নয়, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা বাড়াতে কাজ করছে।
প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের সাড়া দেওয়ার জন্য ধন্যবাদ। এত দ্রুত সবকিছু সংগঠিত করা আমাদের পক্ষে সহজ ছিল না। এ বিষয়ে আমাদের বিশেষজ্ঞতা ছিল না, ফলে আমরা এক ধরনের অস্থিরতার মধ্যে ছিলাম। তবে আপনাদের উপস্থিতিই আমাদের জাতিকে সান্ত্বনা দিয়েছে। সময়মতো এসে পাশে দাঁড়ানোর জন্য পুরো জাতির পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাই।
ব্রিটিশ দলের এক চিকিৎসক বলেন, আমরা বাংলাদেশের মানুষের কষ্ট অনুভব করি। রোগী ও কর্তৃপক্ষকে সহায়তা করতে পেরে আমরা গর্বিত।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন ব্রিটিশ চিকিৎসকদের এই সফর তিনটি দিক থেকে গুরুত্বপূর্ণ—জরুরি সহায়তা প্রদান, চিকিৎসা প্রোটোকল নির্ধারণ এবং ভবিষ্যতের প্রস্তুতি নেওয়া। তিনি বলেন, ‘আমরা জানতে চাই ভবিষ্যতের জন্য আমরা কী ধরনের পদক্ষেপ নিতে পারি। বাংলাদেশ জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক-কর্মীরা ব্রিটিশ দলের কাছ থেকে জ্ঞান অর্জন করে তা অন্যদের কাছে পৌঁছে দিতে সহায়তা করতে চায়।
এছাড়া তিনি আহত রোগীদের মানসিক স্বাস্থ্যসেবার ওপর গুরুত্বারোপ করে ব্রিটিশ দলকে ফলো-আপ কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
ব্রিটিশ মেডিকেল দলটি আগামী ২৪ আগস্ট ঢাকা ত্যাগ করার কথা রয়েছে। ২১ জুলাই মাইলস্টোন স্কুল প্রাঙ্গণে বিমান দুর্ঘটনার পর সিঙ্গাপুর, ভারত ও চীনের পর যুক্তরাজ্য চতুর্থ দেশ হিসেবে চিকিৎসক দল পাঠায়।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা