অনলাইন ডেস্ক
ক্রিকেট ভক্তদের আগ্রহের কেন্দ্রে এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে সাদা পোশাকে সেরা হওয়ার জন্য লড়াই করবে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু বৃষ্টির কারণে মাঠেই গড়ায়নি দুদলের ফাইনাল লড়াই। বৃষ্টিতে ভেস্তে গেল সাউদাম্পটন টেস্টের প্রথম দিন।
সাউদাম্পটনে আগেই ১৮ জুন থেকে বৃষ্টি হওয়ার পূর্বাভাস ছিল। আর সেটাই সত্যি হলো কোহলিদের ম্যাচের আগে। শুক্রবার (১৮ জুন) ভোররাত থেকেই ভারি বৃষ্টি ভেস্তে দিলো আইসিসি ডাব্লুটিসি ফাইনালের প্রথম দিন।
ভারী বর্ষণের কারণে যতো ঝামেলার শুরু। উইকেট থেকে কভার সরানো না হলেও সুপার সপারের সাহায্যে আউট ফিল্ডের জল শুকোনোর চেষ্টা চলছিলো। কিন্তু শেষ পর্যন্ত আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি।
ইংল্যান্ডে এই সময়ে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক বিষয়। যদিও স্বস্তির বিষয়। এটি মাথায় রেখেই আইসিসি আগে নিয়ম করে দিয়েছিল, প্রথম দিন কোনও কারণে পরিত্যক্ত হলে ষষ্ঠ দিন পর্যন্ত গড়াবে ম্যাচ। টস না হলেও ম্যাচের আগের দিনই অবশ্য একাদশ ঘোষণা করেছিল ভারত।
স্থানীয় আবহাওয়ার খবরে বলা হচ্ছে দ্বিতীয় দিনেও (১৯ জুন) হবে থেমে থেমে বৃষ্টি। তবে তৃতীয় দিনে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। তবে চতুর্থ দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানালেও পঞ্চম ও ষষ্ঠ দিনের পূর্বাভাসে বলা হচ্ছে বৃষ্টি হবে থেমে থেমে।