বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় শিক্ষার্থীদের আন্দোলন ও ক্রমাগত চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করলেন শের-ই-বাংলা হলের প্রক্টর ড. মো. জাফর ইকবাল খান।
আজ বুধবার বুয়েটের শহীদ মিনারের পাশের রাস্তায় বিক্ষোভরত শিক্ষার্থীদের মাঝে এসে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি এ কে এম মাসুদ এ তথ্য জানান।
আন্দোলনরত শিক্ষার্থীদের ১০ দফা দাবির অন্যতম ছিল ১১ অক্টোবরের মধ্যে শের-ই-বাংলা হলের প্রক্টরকে প্রত্যাহার করা।
শিক্ষার্থীদের বেঁধে দেওয়া সময়সীমার আগেই পদ থেকে সরে দাঁড়ালেন ড. মো. জাফর ইকবাল খান।
এ সময় এ কে এম মাসুদ বলেন, আবরার ফাহাদ (২১) হত্যার ঘটনায় বুয়েট উপাচার্যের অদক্ষতা ও নির্লিপ্ততায় তাঁর পদত্যাগ দাবি করছে শিক্ষক সমিতি।
শিক্ষকদের সূত্রে জানা গেছে, ‘শিক্ষার্থীদের দাবি মেনে প্রক্টর পদত্যাগপত্র তিন জায়গায় জমা দিয়েছেন।’
রবিবার রাতে শের-ই- বাংলা হলের আবরারের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে ডেকে নিয়ে বেধড়ক পেটানো হয়। চরম নির্যাতনের শিকার হয়ে আবরারের মৃত্যু হয়।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা