অনলাইন ডেস্ক
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আকরাম খানের সহধর্মিণী সাবিনা আকরাম খান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন-‘ক্রিকেট অপারেশনস ছেড়ে দিচ্ছেন আকরাম খান’। সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৪টার পর দেওয়া এই স্ট্যাটাসের পরপরই শুরু হয়েছে তোলপাড়! এটি কি সত্যি? দীর্ঘদিন জাতীয় দল পরিচালনা ও তত্ত্বাবধানের দায়িত্বে নিয়োজিত ক্রিকেট অপসের প্রধান পদ থেকে সত্যিই সরে দাঁড়াচ্ছেন আকরাম? নাকি তার স্ত্রী মজা করে দিয়েছেন এই স্ট্যাটাস?
আকরাম খানের স্ত্রী সাবিনা খান বলেন, ‘না! না! এমনি এমনিই এই স্ট্যাটাস দেওয়া হয়নি। আকরাম স্বেচ্ছায় ক্রিকেট অপস থেকে সরে দাঁড়াতে চাচ্ছে।’ এক প্রশ্নের জবাবে সাবিনা আকরামের জবাব, ‘না! তা বলেনি। আকরাম এখনো মিডিয়া বা অন্য কোনো ফোরামে এমন কোনো ঘোষণা দেয়নি।’ তাহলে এমন স্ট্যাটাসের ভিত্তি কী? সাবিনা আকরামের ব্যাখ্যা, ‘বলতে পারেন, এটা আমাদের পারিবারিক সিদ্ধান্ত।’
হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? সাবিনার জবাব, ‘ক্রিকেট নিয়ে জীবনের বড় একটা সময় পড়ে থাকলো আকরাম। আমরা চাই এখন সে ক্রিকেটের পাশাপাশি স্ত্রী-কন্যা তথা পরিবারকে আরো সময় দিক। কিন্তু ক্রিকেট অপারেশনসের মতো গুরুত্বপূর্ণ জায়গায় থাকলে তো সেটা সম্ভব নয়।’
তিনি আরো বলেন, ‘তাই আমরা পারিবারিকভাবে বসে সিদ্ধান্ত নিয়েছি যে আকরাম আর ক্রিকেট অপারেশনসে থাকবে না। সে নিজ মুখেই আপনাদের মানে মিডিয়াকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবে।’