অনলাইন ডেস্ক
কাতার ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। দলে জায়গা হয়নি মার্সেলো, কৌতিনিয়ো ও রবার্তো ফিরমিনোর।
সোমবার (৭ নভেম্বর) ব্রাজিলের ২৬ জনের প্রাথমিক দল ঘোষণা করেন পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটির কোচ তিতে।
ব্রাজিলের ২৬ সদস্যের প্রাথমিক দলে যারা আছেন:
গোলকিপার- অ্যালিসন, অ্যাডারসন, ওয়েভারটন
ডিফেন্ডার- মারকুইনোস, অ্যাডার মিলিতাও, থিয়াগো সিলভা, দানিলো, অ্যালেক্স তেলে, দানি আলভেজ, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার।
মিডফিল্ডার- ফ্যাবিনহো, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, ফ্রেড, লুকাস পাকেতা, এভারটন রিবেইরো।
ফরোয়ার্ড- গ্যাব্রিয়েল মার্তিনেলি, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, অ্যান্টনি, রদ্রিগো, রাফিনহা, রিচার্লিসন, পেদ্রো, গ্যাব্রিয়েল জেসুস।
আরোও পড়তে পারেন : নিউজিল্যান্ডকে হারিয়ে অস্ট্রেলিয়ার সামনে পড়ল ভারত