পুলিশ বাধা দেয়ায় পূর্বঘোষিত সমাবেশ করতে পারেনি বিএনপি। এর প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার রাজধানীর সব থানায় বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের পূর্বঘোষিত কর্মসূচি বাধাগ্রস্ত করতে পোশাকে-সাদা পোশাকে সকাল থেকেই দলীয় কার্যালয়ের সামনে ও আশপাশের গলিতে অবস্থান নিয়েছে পুলিশ। দেশ যেন আওয়ামী লীগের তালুকদারীতে পরিণত হয়েছে। যখন-তখন যেকোনো স্থানে সমাবেশ করতে পারে তারা। অথচ ভিন্নমতের মানুষের সে অধিকার নেই।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।
পরে দলীয় কার্যালয়ে কালোব্যাজ ধারণ করেন তিন নেতা।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্তি উপলক্ষে আজ সমাবেশ করার ঘোষণা দিয়েছিল বিএনপি।
সোমবার বেলা ১১টার দিকে দেখা যায়, অন্য দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।
Like & Share our Facebook Page: Facebook
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা