বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা ২৩/২ তোপখানা রোডস্থ বাসদ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সভার শুরুতে বাসদ এর পক্ষ থেকে বর্তমান পরিস্থিতিতে বামপন্থীদের করণীয় ও বৃহত্তর বাম ঐক্য গড়ে তোলার বিষয়ে আলোচনার সূত্রপাতের জন্য বক্তব্য তুলে ধরেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন।
এর পর বক্তব্য রাখেন গণতান্ত্রিক বাম ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশের সাম্যবাদী দল (এম-এল) এর সাধারণ সম্পাদক কমরেড হারুন চৌধুরী, গণতান্ত্রিক বাম ঐক্যের কেন্দ্রীয় নেতা ও স্যোসাল ডেমোক্রেটিক পার্টি (এসডিপি)-র আহ্বায়ক আবুল কালাম আজাদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সম্পাদক ডা. সামছুল আলম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-র সাধারণ সম্পাদক ডা. এম এ সামাদ, সাম্যবাদী দলের সদস্য আবু মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির সদস্য সিরাজুল ইসলাম ও বাসদ নেতা কমরেড আবদুর রাজ্জাক।
উল্লেখ্য, বাসদ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গত ৮ নভেম্বর বিএমএ মিলনায়তনে অনুষ্ঠিত ‘বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও বামপন্থীদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় বিভিন্ন বাম দলের নেতৃবৃন্দের বক্তব্যে ঐক্যবদ্ধ আন্দোলনের তাগিদ অনুভব করেন, তার প্রেক্ষিতে সভাপতির বক্তব্যে বাসদ সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান খুব শীঘ্রই সকল বামপন্থী দলের নেতৃবৃন্দের সভা অনুষ্ঠানের ঘোষণা দেন। তারই অংশ হিসেবে বাসদ এর আয়োজনে গত ১৫ জানুয়ারি ১২টি বামপন্থী দলের শীর্ষ নেতৃবৃন্দের সভা অনুষ্ঠিত হয়েছে। ক্রিয়াশীল অপরাপর বামপন্থী দল ও জোটকেও ঐক্যবদ্ধ আন্দোলনের ধারায় নিয়ে আসার জন্য ধারাবাহিক আলোচনা ও মতবিনিময়ের অংশ হিসেবে গতকাল ২১ জানুয়ারি ৪টি বাম দলের সমন্বয়ে গঠিত বাম ঐক্য ফ্রন্টের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এবং অপর ৪টি বাম দল নিয়ে গঠিত গণতান্ত্রিক বাম ঐক্যের নেতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্রহীনতা, ফ্যাসিবাদী দুঃশাসন, শ্রমিক-কৃষক-ছাত্র-নারীসহ বিভিন্ন শ্রেণিপেশার দাবি ও অধিকার আদায়ের আন্দোলন, সা¤্রাজ্যবাদী আগ্রাসন লুণ্ঠন, বামপন্থীদের ঐক্যবদ্ধ আন্দোলন ও বিকল্প গড়ে তোলা ইত্যাদি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভায় আওয়ামী ফ্যাসিবাদী দুঃশাসন উচ্ছেদ, বাম গণতান্ত্রিক বিকল্প রাজনৈতিক শক্তি গড়ে তোলা, শ্রমিক-কৃষক মেহনতি মানুষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠা, মার্কিন-ভারতসহ সকল সা¤্রাজ্যবাদী-আধিপত্যবাদী শক্তির রাজনৈতিক-অর্থনৈতিক-সাংস্কৃতিক আগ্রাসন লুণ্ঠন এর বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার ব্যাপারে ঐক্যমত্য প্রকাশ করা হয়। এবং জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে ইস্যু ভিত্তিক দাবি দাওয়া নিয়ে ঐক্যবদ্ধ ও যুগপৎ আন্দোলনের কর্মসূচি গ্রহণের বিষয়ে দ্রুত আরো আলোচনা করে সিদ্ধান্ত নেয়ার বিষয়েও একমত প্রকাশ করা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা