অনলাইন ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে মৌসুমের প্রথম ম্যাচে জয় দিয়ে শুভ সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। টার্ফ মুর স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটি ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিক বার্নলিকে।
খেলার প্রথমার্ধে আর্লিং হলান্ডের জোড়া গোলে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় ম্যানসিটি। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে রদ্রির গোলে ফলাফল দ্বিগুন হয় সফরকারিদের। এদিকে, অনেক চেষ্ঠার পরেও খেলার পুরো সময়ে ম্যান সিটির জালে বল জড়াতে ব্যর্থ থাকে বার্নলি। ফলে স্বাগতিকদের বিপক্ষে ৩-০ গোলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।
আরোও পড়তে পারেন : সংকটের সময়ে তামিমের হৃদপিণ্ডে স্পন্দন ফিরিয়েছিলেন যিনি