অনলাইন ডেস্ক
বায়ু দূষণের মাত্রা বেড়ে বিপর্যয়কর পরিস্থিতি বিরাজ করছে ভারতের রাজধানী নয়া দিল্লীতে। জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ার শংকায় রাজধানীর সব প্রাথমিক বিদ্যালয় শনিবার থেকে বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার।
শুক্রবার সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, রাজধানী দিল্লিতে বায়ুদূষণের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় শনিবার থেকে দিল্লির সব প্রাইমারি স্কুল বন্ধ থাকবে। বাতাসের মান উন্নত না হওয়া পর্যন্ত রাজধানীর স্কুলগুলো খোলা হবে না।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভারতীয় গণমাধ্যমগুলোকে জানিয়েছে, বায়ু দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বেড়েছে। তাই শিশুদের স্বাস্থ্য সুরক্ষার্থে তাদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছেন তিনি। বাতাসের মান উন্নত হলে তবেই খোলা হবে প্রাথমিক স্কুলগুলো। একইসাথে বন্ধ থাকবে পঞ্চম শ্রেণির ওপরের সব শিক্ষার্থীর শ্রেণিকক্ষের বাইরের কার্যক্রম।
সংবাদ সম্মেলনে দিল্লির মুখ্যমন্ত্রী জানান, দূষণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার প্রশাসন সব ধরনের পদক্ষেপ নিচ্ছে। সেই সাথে বায়ুদূষণ কমাতে যানবাহনের জন্য জোড়-বিজোড় স্কিম বাস্তবায়নের বিষয়ে চিন্তাভাবনায় করছে তার প্রশাসন।
এদিকে, দিল্লীর ৫০ শতাংশ সরকারি কর্মকর্তাকে শনিবার থেকে বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এই নিয়ম অনুসরণ করতে হবে।