বলিউডের অন্যতম তারকা আলিয়া ভাট এই প্রথমবার বাবার ছবিতে কাজ করছেন। ‘সড়ক ২’ ছবিতে তিনি কাজ করছেন। পুরোদমে ছবিটির শুটিং চলছে। এর মাঝেই আলিয়া জানালেন, বাবার জন্য এই প্রথমবার গান গাইবেন তিনি। অর্থাৎ ‘সড়ক ২’-তে অভিনয়ের পাশাপাশি গানও গাইছেন আলিয়া।
তবে এই প্রথমবার সিনেমার জন্য প্লে-ব্যাক করছেন না তিনি। এর আগেও নিজের ছবিতে গান গেয়েছেন আলিয়া। ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’, ‘হাইওয়ে’ এবং ‘উড়তা পাঞ্জাব’ ছবিগুলোতে তার গাওয়া গান রীতিমতো প্রশংসা কুড়িয়েছে শ্রোতামহলে। আর এবার ‘সড়ক ২’ ছবিতে শোনা যাবে আলিয়ার গলা। অভিনেত্রীর জন্য সুর করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়।
আলিয়া ভাট সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, একটা রোম্যান্টিক গান গাইছেন। ছবির খুব গুরুত্বপূর্ণ জায়গায় ব্যবহার করা হবে গানটি। শুটিং শেষ করে ফেরার পরই ফাইনাল ট্র্যাক রেকর্ড করা হবে। সুর তৈরি করেছেন জিৎ গঙ্গোপাধ্যায়। যিনি আপাতত আলিয়ার ভয়েস মডুলেশন যাচাই করছেন। সেই মাফিক ফাইনাল ট্র্যাক তৈরি করবেন তিনি।
NB:This post is copied from Kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা