‘স্নেহের বাধন’ সিনেমার গল্পে দেখা যাবে একজন মাকে নিয়ে একটি পরিবারের গল্প। যেখানে বাবার অংশগ্রহণ প্রায় শূণ্য। আবার এ শূণ্যতা থেকেই এক বিশাল সমমর্মী বৃত্তের গল্প জন্ম নেয় এ সিনেমায়।
এ ছবিতে অভিনয় করেছেন শাবানা, আলমগীর, মৌসুমী, ওমর সানী, দিলদার, মিশা সওদাগর একটি বিশেষ চরিত্রে এ ছবির কাহিনীকার সংলাপ রচয়িতা ও পরিচালক মতিন রহমান অভিনয় করেছেন।
ছবিটি চ্যানেল আইতে দেখানো হবে শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩ টা ৫ মিনিটে।
আরোও পড়তে পারেন : একাদশে ভর্তির প্রথম ধাপের আবেদনের সময় বাড়ল