সিনিয়র স্টাফ রিপোর্টার : বাংলাদেশে এখন করোনা (কোভিড- ১৯) ভাইরাস নেই। একারণে এ থেকে বাঁচার জন্য সর্বত্র মাক্স পরার প্রয়োজন নেই। এ রোগে ৮২ ভাগ আক্রান্ত মানুষের চিকিৎসা বাসাতেই সম্ভব। ১৮ ভাগ মানুষের হাসপাতালে ভর্তি দরকার হতে পারে, এর মধ্যে ৩ ভাগ মানুষের মৃত্যুর ঝুঁকি থাকতে পারে।
“করোনা ভাইরাস ও ডিজিজ-২০১৯ (কোভিড-১৯) ঃ বৈশ্বিক পরিস্থিতি ও বাংলাদেশ প্রেক্ষাপট – আতঙ্ক, বাস্তবতা ও করণীয়” শীর্ষক এক আলোচনা সভায় একথা বলেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এর প্রিন্সিপ্যাল সায়েন্টিফিক অফিসার ড. এ এস এম আলমগীর বলেন।
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট এর উদ্যোগে শনিবার ( ২৯শে ফেব্রুয়ারী) দুপুর আড়াইটায়, জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চিকিৎসক, পেশাজীবী, সাংবাদিক সহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট-এর সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. কাজী রকিবুল ইসলাম-এর সঞ্চালনায় এতে মুল প্রবন্ধ উপস্থাপন করেন, সংগঠনের শিক্ষা, মানবসম্পদ ও গবষেণা উপ-পরষিদ এর কো-চেয়ারম্যান, ডা. সারওয়ার ইবনে সালাম।
সভায় নির্ধারিত আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডা. নজরুল ইসলাম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)’র সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব , ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট’র অধ্যাপক সাবেক সভাপতি ডা. নাজমুন নাহার, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পাবলিক হেলথ ফাউন্ডেশন অধ্যাপক ডা. মো: মোজাহেরুল হক, স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক, (উন্নয়ন ও পরিকল্পনা) অধ্যাপক ডা. সানিয়া তহমিনা, মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো: হরুন-অর-রশিদ প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে শিক্ষা, মানবসম্পদ ও গবষেণা উপ-পরষিদ এর সভাপতি, অধ্যাপক ডা. এইচ এম শামসুল আলম এবং সদস্য সচিব ডা. মো: গোলাম আযম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
মূল প্রবন্ধে কোভিড- ১৯ এর বৈশিক ও বাংলাদেশ প্রেক্ষাপট তুলে ধরেন ডা. সারওয়ার ইবনে সালাম।
অধ্যাপক ডা. সানিয়া তহমিনা সরকারের প্রস্তুতির ব্যাপারে অবহিত করে আশ্বস্ত হতে বলেন। তিনি সোয়াইন ফ্লু ফ্লু সহ নানা এপিডেমিক মোকাবেলার অভিজ্ঞতার প্রসঙ্গ তুলে ধরে কোভিড- ১৯ অসুখের চিকিৎসার উপর আলোকপাত করেন। তিনি মূলত হযরত শাহজালাল বিমান বন্দরে করোনা ভাইরাস ঠেকানোর জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম আবু সাঈদ কোভিড- ১৯ ভাইরাস ঠেকানোর উপর তিনি গুরুত্ব আরোপ করেন। এ ব্যাপারে সরকারের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন থাকার আহবান জানান।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা