প্রাথমিক দলে ডাক পেয়েছেন সবশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা ফাহিম আশরাফ, মুসা খান আর নতুন মুখ বিলাল আসিফ। যিনি পাকিস্তানের ঘরোয়া কোয়াদই আজম ট্রফিতে দ্বিতীয় সেরা বোলার ছিলেন।
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য ১৯ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগামী মাসে প্রথম টেস্ট ও এপ্রিলে আরো একটি টেস্ট খেলতে পাকিস্তানে যাবে বাংলাদেশ।
এই টেস্ট সিরিজকে সামনে রেখে সোমবার (২০ জানুয়ারি) থেকে লাহোরে ১৯ সদস্যকে নিয়ে ক্যাম্প শুরু করছে পাকিস্তান।
পাকিস্তানের ঘোষিত টেস্ট দলে টি-টোয়েন্টির কেবল মাত্র ৩ জন ক্রিকেটার রয়েছেন। যারা টি-টোয়েন্টি সিরিজ শেষে ক্যাম্পে যোগ দিবেন।
পাকিস্তানে টাইগারদের নিরাপত্তায় দশ হাজার পুলিশ
প্রাথমিক দলে ডাক পেয়েছেন সবশেষ শ্রীলঙ্কা সফরে না থাকা ফাহিম আশরাফ, মুসা খান আর নতুন মুখ বিলাল আসিফ। যিনি পাকিস্তানের ঘরোয়া কোয়াদই আজম ট্রফিতে দ্বিতীয় সেরা বোলার ছিলেন।
এ ১৯ সদস্য থেকে ক্যাম্প শেষে পরবর্তীতে চূড়ান্ত দল ঘোষণা করবে পাকিস্তান।
পাকিস্তানের প্রাথমিক টেস্ট দল
আজহার আলি (অধিনায়ক), আবিদ আলি, আসাদ শফিক, বাবর আজম, বিলাল আসিফ, ফাওয়াদ আলম, ফাহিম আশরাফ, হারিস সোহেল, ইমাম উল হক, ইমরান খান (সিনিয়র), কাশিফ ভাট্টি, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মুসা খান, নাসিম শাহ, শাহীন শাহ আফ্রিদি, শান মাসুদ, ইয়াসির শাহ ও উসমান খান শিনওয়ারি।
Like & Share our Facebook Page: Facebook