বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে নেপাল। পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে। বন্যার কারণে ৪৩ জনের প্রাণহানি হয়েছে।
জানা গেছে, গত কয়েক দিন ধরে একটানা ভারী বর্ষণের কারণে নেপালের বহু এলাকা প্লাবিত হয়েছে। সেইসঙ্গে চলছে ব্যাপক ভূমিধস। নদীগুলোতে বিপদসীমার ওপর দিয়ে পানি বইছে । সূত্রের খবর অনুযায়ী, ২৪ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি। চলছে উদ্ধার কাজও।
গত শুক্রবার থেকে প্রবল বর্ষণে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে। উদ্ধার কাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। ললিতপুর, কাভরে, কোতাং, ভোজপুর ও মাকানপুর জেলার অবস্থা সবচেয়ে ভয়াবহ বলে খবর পাওয়া গেছে। ভূমিধসে ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। প্রশাসনের পক্ষ থেকে বানভাসীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা