বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) এর ফায়ার সেফটি সেলের উদ্যোগে কর্মকর্তা, নার্স ও কর্মচারীদের জন্য অগ্নি নিরাপত্তা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার। কর্মশালায় বক্তব্য রাখেন অত্র বিশ্ববিদ্যালয়ের সম্মানিত রেজিস্ট্রার অধ্যাপক ডা. এ বি এম আব্দুল হান্নান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হক, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. নাজমুল করিম মানিক।
আরো বক্তব্য রাখেন উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মোঃ খোরশেদ আলম। পরিচালনা করেন সহকারী পরিচালক ডা. বেলাল এইচ সরকার।
কর্মশালায় ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সংশ্লিষ্ট বিশেষজ্ঞগণ অগ্নিনির্বাপন ব্যবস্থা, অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা হলে কী কী করণীয়, অগ্নিকান্ড মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রণের বিষয়ে বিস্তারিত তুলে ধরার পাশাপাশি কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দান করেন।
আরও পড়ুন : গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯০ জন
প্রধান অতিথির বক্তব্যে উপ-উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শহীদুল্লাহ সিকদার বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূর এগিয়ে গেছে। বর্তমানে দ্রুত নগরায়ণ হচ্ছে। নগরায়ণের সাথে সাথে এর ঝুঁকি মোকাবিলা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি জরুরি হয়ে পড়ছে।
তিনি বলেন, সন্তোষজনক, উপভোগ্য নগরের জন্য নিরাপদ নগরীর বিকল্প নাই। সেই দিক বিবেচনায় অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা যাতে না ঘটে সেজন্য যেমন আমাদের সচেতন হতে হবে আবার অগ্নিকান্ডের মতো দুর্ঘটনা ঘটে গেলে আমরা কীভাবে মোকাবিলা করবো সে বিষয়েও আমাদের পূর্ব প্রস্তুতি ও করণীয় সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে রোগীসহ সেবা গ্রহীতার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমতাবস্থায় অগ্নিকান্ডের মতো ভয়াভয় একটি বিষয় সম্পর্কে সংশ্লিষ্ট সকলেরই অধিক সচেতন হওয়ার সাথে সাথে এটি মোকাবিলায় প্রয়োজনীয় ধারণা থাকা জরুরি।
ফেসবুক
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা