অনলাইন ডেস্ক
করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক সপ্তাহও কাটেনি এরই মধ্যে সোমবার (১৭ আগস্ট) রাতে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে তার করোনাভাইরাস পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত কয়েক দিন ধরেই অমিত শাহর হাতে পায়ে যন্ত্রণা হচ্ছিল। সঙ্গে অবসাদও ছিল। এই পরিস্থিতিতে তাকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়।
উল্লেখ্য, কদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ভর্তি ছিলেন হাসপাতালে। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসার পর তার কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। করোনাকে জয় করে সুস্থ হয়ে বাড়িও ফেরেন তিনি।
আরোও পড়তে পারেন : ‘পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফার্মাসিস্টের বিকল্প নেই’