অনলাইন ডেস্ক
এক সপ্তাহের ব্যবধানে ভারতের আবারও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় চার রোগী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন দগ্ধ হয়েছেন।
এর আগে গত সপ্তাহে দেশটির একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১৩ জন প্রাণ হারিয়েছিলেন।
মুম্বাই থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে থানেতে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্থানীয় সময় বুধবার ভোররাত ৩টা ৪০ মিনিটের দিকে হাসপাতালটিতে আগুন লাগে। খবর পেয়ে দমকলের তিনটি ইঞ্জিন ও পাঁচটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে হাজির হয়।
হাসপাতালটি থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ছয় জন আইসিইউতে ছিলেন।
ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আগুনে প্রাইম ক্রিটিক্যাল হাসপাতালটির প্রথম তলা পুড়ে গেছে। ওই হাসপাতালে কোনো করোনা রোগী ছিলেন না।
থানে’র অগ্নিনির্বাপক বাহিনী এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানাতে পারেনি। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরেকে এ বিষয়ে জানানো হয়েছে। নিহতদের প্রতি পরিবারকে ৫ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। আহতদের দেওয়া হবে এক লাখ রুপি করে। ঘটনা তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।