অনলাইন ডেস্ক
ফুটবল করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের সমস্ত ম্যাচ স্থগিত হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে ক্লাব ফুটবলের সঙ্গে সঙ্গে জাতীয় দলের সমস্ত ম্যাচ।
বিভিন্ন খবরে প্রকাশিত হচ্ছিলো যে ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলো সেপ্টেম্বর থেকে চালু করার জন্য চেষ্টা চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে এবার ফিফা সহসভাপতি যা বলল তাতে ২০২১ সালের আগে আর খেলা দেখার সুযোগ নেই বলেই মনে হচ্ছে।
আন্তর্জাতিক সূচিতে ব্যাপক গরমিল লেগেছে করোনা ভাইরাসের কারণে। যদি সেপ্টেম্বরের আগে সবকিছু ঠিক হয়ে যায় তাহলে আন্তর্জাতিক ম্যাচ নিয়ে চিন্তা ভাবনা করবে ফিফা।
ফিফার সহ সভাপতি ভিক্টর মন্টাগিলানি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি, দীর্ঘদিন আন্তর্জাতিক ফুটবল বন্ধ রাখা আমাদের জন্য চ্যালেঞ্জের মতো। তবে খুব বেশি নয়। কারণ এর সাথে স্বাস্থ্য সুরক্ষা জড়িত আছে। এমনকি অনেক প্রস্তুতির বিষয়ও আছে।
তিনি বলেন, এই মুহূর্তে ঘরোয়া ক্লাব ফুটবল আমাদের কাছে প্রধান। যদি জুলাই, আগস্টে লিগ ও বিভিন্ন বড় টুর্নামেন্ট শেষ করা সম্ভব হয়, সেক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আমরা সুযোগ পাবো আন্তর্জাতিক ম্যাচ খেলানোর। তবে এই মুহূর্তে এটা নিয়ে ভাবাটা বোকামি ছাড়া আর কিছু নয়। কানাডিয়ান বলেন, আমার মনে হয় ২০২১ সালের মার্চ মাসকে আমরা লক্ষ্য ধরতে পারি।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা