রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে জোসনা বেগম লিমা নামের এক নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ। বুধবার ( ২৬ ফেব্রুয়ারি) মহিলা পরিষদ থেকে পাঠানো এক বিবৃতিতে একথা জানা গেছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছে, আমরা গভীর দু:খের সাথে লক্ষ্য করলাম ২৬ ফেব্রুয়ারি বিভিন্ন দৈনিক পত্রিকায় রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ হেফাজতে জোসনা বেগম লিমা নামের এক নারীর মৃত্যুর সংবাদ প্রকাশিত হয়েছে। অনৈতিক কার্যকলাপের অভিযোগে গত সোমবার রাতে নূরজাহান রোডের একটি ফ্ল্যাট থেকে তাকে আটক করেছিল পুলিশ। ওই নারীর স্বজনদের অভিযোগ তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি মাদকসহ আটকের পর অসুস্থ হয়ে ওই নারী মারা গেছেন।
বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ পুলিশ হেফাজতে নারীর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একইসঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে ঘটনার শিকার নারীর মৃত্যুর কারণ উদ্ঘাটনসহ আটক ও গ্রেফতার বিষয়ে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের নিকট অনুরোধ জানিয়েছে।