অনলাইন ডেস্ক
আবুধাবিতে বৃহস্পতিবার রাতে শেখ জায়েদ স্টেডিয়ামে ষষ্ঠ আসরের ফাইনালে পেশোয়ারকে ৪৭ রানে হারিয়েছে মুলতান।এ শিরোপা জয় মুলতানের জন্য বাড়তি আনন্দের বটে। কেননা দলটি প্রথমবারের মতো ফাইনালে উঠেই বাজিমাত করল।
এদিন আগে ব্যাট করতে নেমে মাকসুদ ও রুশোর ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৬ রান তোলে মুলতান। সর্বাধিক ৬৫ রান আসে মাকসুদের ব্যাট থেকেই। এ ছাড়া ২১ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় হাফসেঞ্চুরি করেন রাইলি রুশো। ২৯ বলে ৩৭ রান করেন শান মাসুদ। ৩০ বলে ৩০ করেন অধিনায়ক রেজওয়ান।
রান তাড়া করতে নেমে ১৫৯ রানের বেশি করতে পারেনি পেশাওয়ার। শোয়েব মালিক ছাড়া পেশাওয়ারের আর কেউ নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। সর্বোচ্চ ৪৮ রান আসে তাঁর ব্যাট থেকেই। ৩৬ রান করেন কামরান আকমল। বাকিরা ব্যর্থ হয়েছেন।
গত ২০ ফেব্রুয়ারি পিএসএলের এবারের আসর শুরু হয়েছিল পাকিস্তানে। টুর্নামেন্ট চলাকালে ছয় জন ক্রিকেটারসহ মোট সাত জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হলে মার্চের শুরুতে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় টুর্নামেন্টটি। সেটিই পরে মাঠে গড়ায় সংযুক্ত আরব আমিরাতে।
আসরের শুরুটা খুব বাজে হয়েছিল মুলতানের। প্রথম পাঁচ ম্যাচের চারটিতেই তারা পায় হারের তেতো স্বাদ। দ্বিতীয় লেগ শুরু করে পয়েন্ট টেবিলে পাঁচে থেকে। এরপরই দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। পরের পাঁচ ম্যাচের চারটি জিতে দুইয়ে থেকে শেষ করে প্রাথমিক পর্ব। কোয়ালিফায়ারে ইসলামাবাদ ইউনাইটেডকে হারিয়ে ফাইনালে পা রাখার পর এবার করল শিরোপা উৎসব।
সংক্ষিপ্ত স্কোর:
মুলতান সুলতানস: ২০ ওভারে ২০৬/৪ (মাসুদ ৩৭, রিজওয়ান ৩০, মাকসুদ ৬৫*, রুশো ৫০, চার্লস ০, খুশদিল ১৫*; সামিন ৪-০-২৬-২, ইরফান ৪-০-২৭-০, ওয়াহাব ৪-০-৫২-০, বাট ৪-০-৫২-০, ইমরান ৪-০-৪৭-২)
পেশাওয়ার জালমি: ২০ ওভারে ১৫৯/৯ (আকমল ৩৬, জাজাই ৬, ওয়েলস ৬, মালিক ৪৮, রভম্যান ২৩, রাদারফোর্ড ১৮, বাট ৭, ওয়াহাব ০, ইমরান ০, সামিন ৭*, ইরফান ০*; তানভীর ৪-০-৩৫-১, ইমরান খান ৪-১-২৭-২, মুজারাবানি ৪-০-২৬-২, দাহানি ৪-০-৩৮-০, তাহির ৪-০-৩৩-৩)
ফল: মুলতান সুলতানস ৪৭ রানে জয়ী ও চ্যাম্পিয়ন
ম্যান অব দা ম্যাচ: শোয়েব মাকসুদ
ম্যান অব দা টুর্নামেন্ট: শোয়েব মাকসুদ
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা