অনলাইন ডেস্ক
গত শনিবার (১৬ মার্চ) পাকিস্তানের সামরিক বাহিনীর বরাতে দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা জানিছে, শনিবার ভোরে পাকিস্তানের উত্তর-পশ্চিমে ছয় জঙ্গি এই আত্মঘাতী হামলা চালায়। বিবৃতিতে তারা হামলায় জড়িত কোনো জঙ্গি গোষ্টীর নাম উল্লেখ করেনি।বিবৃতিতে আরও বলা হয়, সন্ত্রাসীরা বিস্ফোরক বোঝাই গাড়িসহ পাকিস্তানের সামরিক পোস্টে ঢুকিয়ে দেয়। পরে একাধি বোমা হামলার ঘটনা ঘটান তারা। এতে ভবনের কিছু অংশ ধসে পড়লে ঘটনাস্থলে পাঁচ সেনা নিহত হয়। এরপর জঙ্গিদের সাথে লড়াই করে সামরিক বাহিনীর আরও দুই সদস্য নিহত হন।
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা ওয়াজিরিস্তানের বাসিন্দারা বলেন, এ সময় বিস্ফোরণে কয়েকটি বাড়ির দরজা এবং জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।
পাকিস্তান সরকার এবং নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, সাম্প্রতি মাসগুলোতে সীমান্তে হামলা বেড়েছে। এর মধ্যে কিছু ঘটনা দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান (টিটিপি)- যা আফগানিস্তান থেকে চালানো হয়।
এ সব ঘটনায় পাকিস্তান এবং আফগানিস্তান সরকারের মধ্যে সম্পর্কের অবনতি ঘটছে। তবে জঙ্গিদের আফগানিস্তানের ভূমি ব্যবহারের অনুমতি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে আফগানিস্তান।
গত ফেব্রুয়ারিতে কঠোর নিরাপত্তার মধ্যে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জাতীয় নির্বাচন। নির্বাচনের দিন বিস্ফোরণ, গ্রেনেড ও বন্দুক হামলায় নয়জন নিহত হয়েছিলেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা