অনলাইন ডেস্ক
একেবারে সাধারণ চা বিক্রেতা থেকে তিনি রাতারাতি হয়ে গেলেন ‘আরশাদ খান চাওয়ালা’। নেটিজেনদের ভালোবাসায় বছর ঘুরতেই তিনি সেলিব্রেটি। খবর ট্রিবিউন ডটকমের।এর পর কেটে গেছে বেশ কয়েক মাস। সাধারণ চা বিক্রেতা আরশাদ এখন ইসলামাবাদে ঝাঁ চকচকে রেস্তোরাঁর মালিক। দেশের গণ্ডি ছাড়িয়ে তার চায়ের জাদু নিয়ে এবার লন্ডনেও ক্যাফে খুলতে চলেছেন আরশাদ খান চাওয়ালা।২৩ বছরের আরশাদের বাড়ি ইসলামাবাদে। যদিও তিনি নিজের পরিচয় দেন ‘আরশাদ খান চাওয়ালা’ হিসেবেই।
লন্ডনে চায়ের ক্যাফে খোলার খবর নিজেই জানিয়েছেন ফেসবুকে। লিখেছেন— ‘লাগাতার প্রচেষ্টা এনে দিতে পারে শক্তি ও উন্নতি। কাফে চাওয়ালা এ বছরের শেষে লন্ডনে প্রথম আউটলেট খুলতে চলেছে’।ইতোমধ্যে ইসলামাবাদে তিনি খুলেছেন ক্যাফে। তার নাম দিয়েছেন— ‘কাফে চাওয়ালা’। সে দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছেন দোকানের নাম পরিবর্তন করে আমার নিজের নামে রাখার জন্য। কিন্তু আমি তা চাই না।’ ইসলামাবাদের তার কাফেতে ১৫-১২টি ডিশ রোজ তৈরি হয় বলেও জানিয়েছেন তিনি।উপমহাদেশে তো বটেই সারাবিশ্বে চা অন্যতম জনপ্রিয় পানীয়। ২১ মে দিনটিকে পালন করা হয় ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে। এই দিনই আরশাদ খান জানিয়েছেন, এ বছরই লন্ডনে একটি ক্যাফে খুলবেন তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা