অনলাইন ডেস্ক
রোববার ভোর ছ’টায় শুরু হচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে ধ্রুপদী লড়াই। যার কেতাবি নাম ‘সুপার ক্লাসিকো’। ক্লাসিক এই লড়াইয়ে মুখোমুখি ফুটবল দুনিয়ার সবচেয়ে জনপ্রিয় দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই মহাযুদ্ধের মধ্য দিয়েই মীমাংসা হবে এবারের কোপা আমেরিকা টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব। বল মাঠে গড়ানোর আগে একনজরে দেখে নেওয়া যাক ফাইনালে দুই দলের পরিসংখ্যান কী বলছে:
সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ পর্যন্ত ১১১ বার মুখোমুখি হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনা। তন্মধ্যে ৪৬ ম্যাচ জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৪০টি। বাকি ২৫টি ম্যাচ ড্র হয়েছে। ফিফার হিসেবে ১০৫ ম্যাচে ৪১টি জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনার জয় ৩৮টি। ড্র ২৬টি।শেষ ২০ বারের দেখায় ব্রাজিলর জয় ১১ বার জয় পেয়েছে। আর্জেন্টিনার জয় ৬ বার জয় পেয়েছে। দুই দল ড্র করেছে ৩ বার।
লিওনেল মেসির ক্যারিয়ারে এটা আর্জেন্টিনার পঞ্চম ফাইনাল। আগের চারটি ফাইনালের সবকটিতেই হেরেছেন মেসিরা। কোপা আমেরিকায় তিনটি (২০০৭, ২০১৫, ২০১৬) এবং বিশ্বকাপ ফাইনালে (২০১৪) একটি। মেসির প্রথম ফাইনাল হারটাও এই ব্রাজিলের বিপক্ষে।এখন পর্যন্ত ১৪বার কোপা আমেরিকার শিরোপা জিতেছে আর্জেন্টিনা, ৯ বার জিতেছে ব্রাজিল।
সুপার ক্লাসিকোতে সর্বোচ্চ ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হ্যাভিয়ের জানেত্তি (১৬)। সবচেয়ে বেশি গোল ব্রাজিলের লিওনিদাস সিলভার (৮)।
কোপা আমেরিকায় শেষবারের দেখায় আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়েছে ব্রাজিল। দুই বছর আগে সেমিফাইনালের সেই ম্যাচে প্রথমার্ধে গোল করা ব্রাজিলের গ্যাব্রিয়েল জেসুস নিষেধাজ্ঞার কারণে এবারের ফাইনালে খেলতে পারছেন না।
গত দুই যুগে পাঁচটি কোপা আমেরিকা জিতেছে ব্রাজিল। যা অংশগ্রহণকারী দলগুলো মধ্যে সর্বোচ্চ। সেখানে গত ২৮ বছরে কোনো শিরোপা জিততে পারেনি আর্জেন্টিনা।
১৯১৯ সালে প্রথমবার কোপা আমেরিকা জয়ের স্বাদ পায় ব্রাজিল। আর্জেন্টিনা প্রথমবার কোপা জিতেছে এর দুই বছর পর।
কোপা আমেরিকায় স্বাগতিক হওয়া ব্রাজিল প্রতিবারই চ্যাম্পিয়ন হয়েছে। ঘরের মাঠে এর আগে পাঁচবার টুর্নামেন্ট আয়োজন করে প্রতিবারই শিরোপা জিতেছে তারা।
ঘরের মাঠে ১৪ ম্যাচের মধ্যে ১১টি জিতেছে ব্রাজিল। আর্জেন্টিনfর জয় দুটিতে। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের মাঠে চার ম্যাচ জিতেছে এবং ব্রাজিলের জয় তিনটিতে।
তথ্যসূত্র: বেটথ্রিসিক্সটিফাইভ, ফুটমব, উইকিপিডিয়া, ফিফাডটকম, কনমেবল, বিবিসি, অপ্টাজো, সকারওয়ে, ওয়ানএক্সবেট
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা