অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই তৈমুর আলম খন্দকারকে বহিষ্কার করেছে বিএনপি। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।
আজ (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় শেষে এ মন্তব্য করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণ সরকারের সাথে আছে, এটা নির্বাচন আসলেই বিএনপি টের পাবে।
এছাড়া ছাত্রলীগের মধ্যে কোনো অনুপ্রবেশকারী ঢুকে সংগঠনের যাতে বদনাম করতে না পারে, সে বিষয়েও নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তথ্যমন্ত্রী। তিনি আরও বলেন, রাষ্ট্রপতির সংলাপ নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি। এ সময় তথ্যমন্ত্রী জানান, শুধু বিনোদন নয়, মানুষকে সচেতন করতে ডিজিটাল মাধ্যম ও টেলিভিশনে কাজ করতে হবে।
আরোও পড়তে পারেন : জুলাই শহীদ পরিবারের জন্য সরকারি ফ্ল্যাট : অনিয়ম যাচাইয়ে কমিটি