অনলাইন ডেস্ক
গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর মোংলা গ্রামে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে স্বপন মন্ডল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে বাসার ছাদে পতাকা টানাতে গিয়ে তার মৃত্যু হয়। নিহত স্বপন মন্ডল ওই গ্রামের নওশা মন্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, আগামী ১১ জুলাই কোপা আমেরিকার ফাইনাল খেলাকে কেন্দ্র করে স্বপন মন্ডল আর্জেন্টিনা দলের সাপোর্টার হওয়ায় তার বাসার ছাদে ওঠে পতাকা টানাচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি মাটিতে পড়ে যান। তাকে বাড়ির লোকজন দ্রুত উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
সাদুল্যাপুর থানার ওসি মাসুদ রানা বলেন, তিনি বিষয়টি শুনেছেন। তবে কেউ থানায় লিখিত দেয়নি।
আরোও পড়তে পারেন : শেরপুর রহিমা নওশের আলী কলেজের সভাপতি হলেন মাহমুদুল হাসান রনি