অনলাইন ডেস্ক
শনিবার ২৯ জুন রাতে দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ আঙ্গারিয়া ইউনিয়নের চেয়ারম্যানের বাড়িতে অভিযান চালায়। এসময় প্রায় সাড়ে ১৭ টন চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায় ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল হাতেনাতে উদ্ধার করে প্রশাসন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতি চাল সহ বাড়িটি সিলগালা করে রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ বলেন, খবর পেয়ে আমি ও আমার এসিল্যান্ড তাৎক্ষণিক চলে আসি। পাশাপাশি দুমকি থানায় খবর দিলে থানা পুলিশও সাথে সাথে ঘটনা স্থলে পৌছায়। এখানে এসে আমরা ৫০ কেজি ওজনের ৩৫০ বস্তা চাল উদ্ধার করি। কোন চাল? কেনো এনে রাখা হয়েছে? সেবিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো। এবিষয়ে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক সর্বোচ্চ ব্যাবস্থা গ্রহন করা হবে।
তিনি আরও বলেন, এসব সরকারি চাল খাদ্য গোডাউনে মজুমদ থাকার কথা। খাদ্য গোডাউন থেকে বের করা হয় বিতরণের জন্য এর পরও যদি সাময়িক সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গোডাউনে রাখতে হবে। এর বাহিরে কারো ব্যক্তিগত বাড়িতে অথবা অন্যকোথাও এসব সরকারি চাল রাখার সুযোগ নেই।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা