শেখ মোঃ শিমুল, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ করোনা ভাইরাসের প্রভাবে ক্ষতিগ্রস্ত ছয় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের চেয়ারম্যান হাজ্বী মোঃ গোলাম মোস্তফা।
মঙ্গলবার (৭এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে ইউনিয়নের পুরাতন ফেরিঘাট এলাকায় উপস্থিত সাংবাদিকদের কাছে তার এ উদ্যোগ পরিকল্পনা তুলে ধরেন। ইউনিয়নের দরিদ্র, কর্মহীনদের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে তিনদিন ব্যাপী বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেওয়ার কথা জানান তিনি। এসময় কয়েকজন দরিদ্রের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন চেয়ারম্যান হাজ্বী মোঃ গোলাম মোস্তফা।
তিনি আরো জানান, প্রত্যেক পরিবারকে ৮ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার সয়াবিন, আড়াই কেজি আলু বিতরণ করা হবে। করোনা ভাইরাসের কারনে পঞ্চসারের অনেক নিম্ন আয়ের মানুষ ক্ষতিগ্রস্ত। অনেক মধ্যবিত্ত শ্রেণিও খাদ্য সমস্যায় ভুগছেন। এসব বিষয় মাথায় রেখে আগামীকাল থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
করোনা পরিসংখ্যান এর লাইভ আপডেট দেখুন
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা