অনলাইন ডেস্ক
গত বছরও করোনার কারণে নোবেল পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয়।
নোবেল ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, দ্বিতীয় বছরও বিজ্ঞান ও সাহিত্যে নোবেল বিজয়ীরা তাদের পদক নিজেদের দেশ থেকে গ্রহণ করতে পারবেন। তবে শান্তি পুরস্কারের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি। ঐতিহ্যগতভাবে এই পদকটি সুইডেনে নয় বরং নরওতে দেওয়া হয়ে থাকে।
অবশ্য এখনও অসলোতে শান্তি পুরস্কার দেওয়ার সম্ভাবনা নাকচ করা হচ্ছে না উল্লেখ করেছে নোবেল ফাউন্ডেশন।
নোবেল ফাউন্ডেশন আজ এক বিবৃতিতে বলেছে, ‘আমরা মনে করি, প্রত্যেকেই চান কোভিড–১৯ মহামারির অবসান হোক, কিন্তু আমরা এখনো সেই অবস্থায় যেতে পারিনি।’ বিজয়ীরা উপস্থিত না হলেও নোবেল কমিটি এ বছর স্থানীয়ভাবে ক্ষুদ্র পরিসরে পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে আশা প্রকাশ করেছে।
নোবেল ফাউন্ডেশন বলেছে, এ অনুষ্ঠান টেলিভিশনে ও নোবেল প্রাইজের ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রচার করা হবে।
আগামী ৪ অক্টোবর থেকে ১১ অক্টোবরের মধ্যে চলতি বছরের নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সেখানে চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে এই পুরস্কার দেওয়া হবে। ১০ ডিসেম্বর নোবেল দেওয়া হবে বৈজ্ঞানিক বিভাগ এবং সাহিত্যে পুরস্কার বিজয়ীদের।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা