অনলাইন ডেস্ক
তারেক রহমান বলেন, ব্যক্তি স্বার্থে কেউ যাতে দলের ভাবমূর্তি নষ্ট করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ থাকার আহ্বানও জানান বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা ও জনসম্পৃক্তি বাড়াতে মঙ্গলবার ঢাকা, নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে বিএনপি। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এতে তৃণমূলের নেতাদের নানা প্রশ্নের উত্তর দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, দেশের সকল মানুষের আকাঙ্খার প্রতিফলন তাদের ৩১ দফা সংস্কার কর্মসূচি।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান অভিযোগ করেন, গঠনমূলক রাজনীতির কারণে তাদের জনসম্পৃক্ততা বেড়ে যাওয়ায় এখন অনেকের হিংসা ও ষড়যন্ত্রের মুখে পড়ছে তার দল।
তিনি বলেন, প্রধান প্রতিপক্ষ আওয়ামী লীগ না থাকলেও অতীতের চেয়ে আগামী নির্বাচন যেকোন সময়ের চেয়ে কঠিন হবে। জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারের নির্দেশ দেন তারেক রহমান।
আমি-ডামি কিংবা নিশিরাতের নির্বাচন নয়, আগামীতে স্বচ্ছ ও ভয়ডরহীন নির্বাচন আয়োজন করে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়ের কথাও জানান তিনি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা