অনলাইন ডেস্ক
ফরাসি ক্লাব পিএসজিতে যোগ দিয়ে বুধবার (১১ আগস্ট) সংবাদ সম্মেলনে এসে উচ্ছ্বাস প্রকাশ করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। এবার নতুন ঠিকানায় এসে নিমিষেই সব ভুলে সতীর্থদের সঙ্গে অনুশীলনে মেতে উঠলেন সাবেক এ বার্সা অধিনায়ক।
সতীর্থদের সঙ্গে দেখা করেই মেসি চলে যান জিম করতে। ব্যায়াম শেষে নেমে পড়েন মাঠের অনুশীলনে।
আর্জেন্টিনাকে কোপা আমেরিকা শিরোপা উপহার দিয়ে ছুটি কাটিয়ে এই প্রথম বল নিয়ে মাঠে নামলেন সাবেক এ বার্সা সুপারস্টার। সে কারণেই মাঠের লড়াইয়ের জন্য শতভাগ ফিট হতে কয়েক দিন সময় লাগবে তার।
এদিকে চলতি সপ্তাহে লিগ ওয়ানের ম্যাচে স্ট্রার্সবুর্গের বিপক্ষে মাঠে নামবেন না মেসি। আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকা জেতার পর এখনও তিনি প্রাক-মৌসুমের কোনো ম্যাচে অংশগ্রহণ করেননি। তাছাড়া নতুন ক্লাবের খেলার ধরনের সঙ্গে খাপ খাইয়ে নিতেও সময় লাগবে তার।
আরোও পড়তে পারেন : ইংল্যান্ডের ‘ঘরের শত্রু বিভীষণ’ ইংলিস