অনলাইন ডেস্ক
আবহাওয়ার আগাম তথ্য কৃষকের কাছে পৌঁছে দিতে নীলফামারীর ৬০টি ইউনিয়ন পরিষদে বসানো কৃষি আবহাওয়া পূর্বাভাস যন্ত্রগুলো অকেজো হয়ে পড়ে আছে। দিনের পর দিন যন্ত্রগুলো অকেজো পড়ে থাকায় কৃষকের কোনো কাজে লাগছে না। ফসল উৎপাদনে নানা সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, ভিন্ন উপায়ে কৃষকের কাছে আবহাওয়ার তথ্য পৌঁছে দিচ্ছে তারা।
দুর্যোগ থেকে ফসল রক্ষায় কৃষকদের কাছে বার্তা পৌঁছে দিতে ২০১৮-১৯ অর্থবছরে নীলফামারীর প্রতিটি ইউনিয়ন পরিষদে বৃষ্টিপাত পরিমাপক যন্ত্র ও আবহাওয়ার পূর্বাভাস দেয়ার বোর্ড স্থাপন করা হয়। এ যন্ত্রের মাধ্যমে বৃষ্টিপাতের পরিমাণ, তাপমাত্রা, আর্দ্রতা, ঝড়ের পূর্বাভাসসহ ১০টি বিষয়ে তথ্য জানার ব্যবস্থা রয়েছে। এসব তথ্য পূর্বাভাস দেয়ার বোর্ডে হালনাগাদ থাকার কথা। আর কৃষকদের কাছে এই বার্তা পৌঁছে দেয়ার দায়িত্ব কৃষি কর্মকর্তাদের।
তবে, এসব যন্ত্র দীর্ঘদিন ধরে অকেজো পড়ে আছে। কৃষকরা বলছেন, ইউনিয়ন পরিষদে যে যন্ত্র রয়েছে তার কার্যক্রম সম্পর্কে কিছুই জানেন না তারা।
তবে সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানালেন, যন্ত্রগুলো মেরামতের জন্য ব্যবস্থা নেয়া হয়েছে। এখন তারা বিকল্প উপায়ে কৃষকদের আবহাওয়ার তথ্য দিয়ে যাচ্ছেন।
কৃষি উৎপাদন গতিশীল রাখতে এই যন্ত্রগুলো দ্রুত মেরামতের প্রয়োজন বলে মনে করেন স্থানীয়রা।