প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘মানুষের কল্যাণের জন্যই এবার বাংলা নববর্ষ পালন বাতিল করছি। জাতির জনকের জন্মশতবর্ষ পালন, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান যেমন বাতিল করা হয়েছে।’
মঙ্গলবার গণভবন থেকে জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘নববর্ষের অনুষ্ঠান আপনারা ডিজিটাল পদ্ধতিতে করতে পারেন। সেখানে সবাই যত খুশি উৎসব করুন। জনসমাগম করে এই অনুষ্ঠান সারা বাংলাদেশে বন্ধ রাখতে হবে।’
তিনি বলেন, ‘কষ্ট বেশি লাগছে এটা ঠিক নববর্ষ অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম অনেক বাধা বিপত্তি উপেক্ষা করে। কিন্তু সেটাও আজকে বন্ধ রাখতে হচ্ছে। মানুষের কল্যাণের কথা চিন্তা করে এটা বন্ধ রাখছি।’
আরোও পড়তে পারেন : অগ্নিদগ্ধদের চিকিৎসা দিতে ঢাকায় ভারতীয় বিশেষ মেডিকেল টিম