অসহিষ্ণুতা, গণপিটুনিতে হত্যা, গোমাংসে নিষেধাজ্ঞা, লাভ জেহাদ, যুক্তিবাদীদের খুনের মতো ঘটনা ভারতীয় মূল্যবোধের পরিপন্থী বলে জানিয়েছিলেন ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। কিন্তু স্বাধীনতার ৭০ বছরে ভারতে আবারো যেন প্রকট হয়ে উঠছে হিন্দু-মুসলিম ভেদাভেদের আবহ। আর এবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ জেলায় দুই মুসলিম যুবককে ‘জয় শ্রী রাম’ বলতে জোর করার অভিযোগ উঠল। ‘জয় শ্রী রাম’ না বললে প্রাণ হারাতে হবে বলে হুমকিও দেয় অভিযুক্তরা।
অভিযোগকারী শেখ আমের জানিয়েছেন, রবিবার রাতে বন্ধুর সঙ্গে কাজে যাবেন বলে বের হয়েছিলেন তিনি। এসময় একটি গাড়িতে চড়ে এসে তাদের ঘিরে ফেলে একদল দুষ্কৃতী।
আমের বলেন, ‘ওরা আমাদের জয় শ্রী রাম বলতে বলল। আমরা রাজি হইনি। ওরা আমাদের মারেনি। কিন্তু আমাদের ভয় দেখায় তারা। এরপর পালিয়ে যায়।’
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, এলাকার সিসিটিভি ফুটেজে গোটা ঘটনা ধরা পড়েছে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ।
ঔরঙ্গাবাদের পুলিশ কমিশনার চিরঞ্জীবী প্রসাদ জানিয়েছেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোনো গুজবে কান না দিতে এবং এলাকায় শান্তি বজায় রাখতে আহ্বান জানান।
এদিকে গত ১৯ জুলাই ঔরঙ্গাবাদে এক ব্যক্তিকে বেধড়ক পিটিয়ে জয় শ্রী রাম বলতে বাধ্য করেছিল একদল অজ্ঞাতপরিচয় মানুষ।
সূত্র: এই সময়।
NB:This post is copied from kalerkantho
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা