অনলাইন ডেস্ক
টস হেরে ইনিংস উদ্বেধন করতে নেমে ভালো শুরু পায় পাকিস্তানের দুই ওপেনার আব্দুল্লাহ শফিক ও ইমাম-উল-হক। তবে এরপরই ঘটে ছন্দপতন। ৪১ রানের মাথায় আব্দুল্লাহ শফিককে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। আরেক ওপেনার ইমাম উল হক ৩৬ রানে হার্দিকের বলে আউট হন বাঁহাতি এই ওপেনার।
তৃতীয় উইকেট জুটিতে ৮২ রান সংগ্রহ করে পাকিস্তানকে ম্যাচে ফেরান রিজওয়ান ও বাবর। দলীয় ১৫৫ রানের মাথায় ২৯তম ফিফটিতে ৫০ রানে আউট হন পাকিস্তান অধিনায়ক। বাবরের বিদায়ের পর পাকিস্তান ইনিংসে আচমকা ঝড় বইয়ে দেন ভারতীয় বোলাররা। ১৫৫/২ থেকে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। রিজওয়ান ৪৯ রানে বোল্ড হন বমুরাহ’র বলে। এরপর পেসার হাসান আলি বাদে বাকি সবাই দুই অঙ্ক ছুঁতে ব্যর্থ হন। বুমরাহ, সিরাজ, হার্দিক, কুলদ্বীপ ও রবীন্দ্র জাদেজার তাণ্ডবে ৪২.৫ ওভারে ১৯১ রানে গুটিয়ে যায় পাকিস্তান। প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা