অনলাইন ডেস্ক
বোমাবর্ষণের এই ঘটনায় বাড়িঘর ও একটি গির্জা ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম আল জাজিরা।
রয়টার্স বলছে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান পোচিয়ানে সামরিক অনুশীলনের সময় বেসামরিক এলাকায় বোমাবর্ষণ করেছে এবং এতে আটজন আহত হয়েছেন। এছাড়া এই ঘটনায় বাড়িঘরের পাশাপাশি একটি গির্জাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিমান বাহিনী এবং একজন দমকল কর্মকর্তা জানিয়েছেন।ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেছেন, আহত আটজনের মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন। রাজধানী সিউলের প্রায় ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তর-পূর্বে উত্তর কোরিয়ার সীমান্তের কাছে পোচিয়ান অবস্থিত।
দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী বলেছে, তাদের একটি যুদ্ধবিমান প্রশিক্ষণ অনুশীলনের সময় ভুলবশত ভুল জায়গায় আটটি বোমা ফেলেছে, যার ফলে বেসামরিক লোকজন আহত হয়েছেন। বিমান বাহিনী বৃহস্পতিবার বলেছে, “আটটি এমকে-৮২ বোমা অস্বাভাবিকভাবে বিমান বাহিনীর একটি কেএফ-১৬ বিমান থেকে ছেড়ে দেওয়া হয় এবং সেটি নির্ধারিত ফায়ারিং রেঞ্জের বাইরে আঘাত হানে।”
আল জাজিরা বলছে, পারমাণবিক অস্ত্রে সজ্জিত উত্তর কোরিয়ার সাথে ব্যাপক সুরক্ষিত সীমান্ত থেকে প্রায় ২৫ কিলোমিটার (১৬ মাইল) দক্ষিণে অবস্থিত পোচিয়ানে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টায় এই ঘটনাটি ঘটে।
বিমান বাহিনী এক বিবৃতিতে বলেছে, “অনিচ্ছাকৃতভাবে বোমা নিক্ষেপের জন্য আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, যার ফলে বেসামরিক মানুষ আহত হয়েছেন। যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
ঘটনাটি তদন্ত করার জন্য দুর্ঘটনা প্রতিক্রিয়া কমিটি গঠন করার কথা জানিয়ে বিমান বাহিনী বলেছে, “ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণসহ সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে” তারা।
বিমান বাহিনী বলেছে, ভুলবশত বোমা নিক্ষেপ করা সামরিক জেটটি “যৌথ লাইভ-ফায়ার মহড়ায় অংশ নিচ্ছিল যাতে বিমান বাহিনী এবং সেনাবাহিনী উভয়ই জড়িত ছিল”।
রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের সাথে পোচিয়ানে সম্মিলিত লাইভ-ফায়ার মহড়ার আয়োজন করছে।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, বোমাগুলো “দক্ষিণ কোরিয়া-মার্কিন যৌথ মহড়ার সময় একটি গ্রামে বাড়িঘরে আঘাত হানে বলে ধারণা করা হচ্ছে”।
এর ফলে কয়েকজনের আহত হওয়া ও সম্পত্তির ক্ষতি হয়েছে। চারজন গুরুতর আহত হয়েছেন এবং তিনজন সামান্য আহত হয়েছেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, বোমার আঘাতে একটি গির্জা ভবন এবং দুটি বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা