অনলাইন ডেস্ক
ডাবলিনে মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেছে আইরিশরা। প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়েছিল বৃষ্টি বাধায়।
আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আয়ারল্যান্ডের এটিই প্রথম জয়। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ৭ ওয়ানডেতে। অন্য কোনো সংস্করণে এখনও দেখা হয়নি তাদের। এই জয়ে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে ১০ পয়েন্ট পেল আয়ারল্যান্ড।
বালবার্নির ১০২ রান ও টেক্টরের ৭৯ রানের সৌজন্যে ২৯০ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই দলটির সর্বোচ্চ রানের রেকর্ড। এদিন আগে ব্যাট করতে নেমে বালবার্নির সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ২৯০ রান করে আয়ারল্যান্ড। দলের হয়ে সেঞ্চুরি করেছেন বালবার্নি। তাঁর সঙ্গে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন টেক্টর। তিনি করেছেন ৬৮ বলে ৭৯ রান। মূলত এ দুজনে চড়েই বড় পুঁজি পায় আইরিশরা। আর ওয়ানডেতে এটাই এখন আয়ারল্যান্ডের সর্বোচ্চ রানের রেকর্ড।
১০২ রান ও টেক্টরের ৭৯ রানের সৌজন্যে ২৯০ রানের পুঁজি পায় আয়ারল্যান্ড। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটাই দলটির সর্বোচ্চ রানের রেকর্ড।
রান তাড়া করতে নেমে ৪৮.৩ ওভারে ২৪৭ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকা। ইয়ানেমান মালান করেন ৮৪ রান। রাসি ফন ডার ডাসেন করেন ৪৯ রান। ২৪ রান আসে ডেভিড মিলারের ব্যাট থেকে। বাকিরা কেউ ২০-এর ঘর পার করতে পারেননি। আগামী বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে লড়বে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর: আয়ারল্যান্ড: ৫০ ওভারে ২৯০/৫ (স্টার্লিং ২৭, বালবার্নি ১০২, ম্যাকব্রাইন ৩০, টেক্টর ৭৯, ডকরেল ৪৫; ফেলুকওয়ায়ো ৭৩-২, মহারাজ ৫০-১, শামসি ৪২-১) দক্ষিণ আফ্রিকা: ৪৮.৩ ওভারে ২৪৭ (মালান ৮৪, ফন ডার ডাসেন ৪৯; ইয়াং ৩৪-১, অ্যাডায়ার ৪৩-২, লিটল ৪৫-২, ম্যাকব্রাইন ৩৪-২) ফল: আয়ারল্যান্ড ৪৩ রানে জয়ী। সিরিজ: তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আয়ারল্যান্ড। ম্যাচসেরা: অ্যান্ডি বালবার্নি।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা