অনলাইন ডেস্ক
পাওয়ার প্লেতে মোটেও ভালো করতে পারেনি পাকিস্তান। প্রথম ছয় ওভার থেকে পাকিস্তানের এসেছে ১ উইকেটে ৩৩ রান। ৫ম ওভারেই অধিনায়ক বাবর আজমকে ফিরিয়ে দিয়ে ২৯ রানের জুটি ভাঙেন মাইকেল ব্রেসওয়েল।
ব্যাট হাতে নেমেই স্বাচ্ছন্দ্যে ব্যাট করে যাচ্ছিলেন বাবর। কিন্তু ৫ম ওভারে ব্রেসওয়েলের করা দ্বিতীয় ডেলিভারিটি স্লগ সুইপ করতে গিয়ে আকাশে তুলে দেন বাবর। ক্যাচ লুফে নেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। ফাইনালে বাবরের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ১৫ রান।
বাবরের পর ওয়ানডাউনে নেমে ধরে খেলতে থাকেন শান মাসুদ। ১০ ওভার পর্যন্ত আর কোনো বিপদ না ঘটলেও রানের গতি পায়নি তেমন। ১১তম ওভারের প্রথম ডেলিভারিতে শান মাসুদকে আউট করে দেন ব্রেসওয়েল। তার ব্যাট থেকে আসে ২১ বলে ১৯ রান। পরের ওভারেই কিপার-ব্যাটার রিজওয়ানকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান টিম সাউদি। চার বাউন্ডারিতে ২৯ বলে ৩৪ রানের ইনিংস খেলেছেন এ ওপেনার।
১৬ ও ১৭তম ওভারে তিন বলের ব্যবধানে হায়দার আলি ফেরেন ১৫ বলে ৩১ রান করে ও আসিফ ফিরে যান ১ রান করে। তবে নওয়াজ একপ্রান্ত থেকে বাউন্ডারি ও সিঙ্গেল-ডাবলসে দলের অনিশ্চয়তা দূর করে দেন। শেষ ওভারে দরকার হয় ৪ রানের। প্রথম বলে ইফতিখার নেন সিঙ্গেলস, নওয়াজও পরের বলে তোলেন এক রান। ইফতিখার আর অপেক্ষা করেননি, তৃতীয় বলে ডিপ স্কয়ার লেগ দিয়ে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ২২ বলে দুই বাউন্ডারি ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ। এক বাউন্ডারি ও একটি ছক্কায় ১৪ বলে ২৫ রানের ইমপ্যাক্ট ইনিংস খেলেন ইফতেখার।
নিউজিল্যান্ডের হয়ে ১৪ রানে ২ উইকেট নেন অফ স্পিনার মাইকেল ব্রেসওয়েল। ১টি করে উইকেট সাউদি, ব্লেয়ার টিকনার ও ইস সোধির। ৪ ওভারে ৫৮ রানে ১ উইকেট নেওয়া সোধি আজ দুঃস্বপ্নই দেখেছেন হায়দার-নওয়াজদের সামনে।
এর আগে ক্রাইস্টচার্চে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাক দলপতি বাবর আজম। বল হাতে শুরুতেই সাফল্য পেয়েছিল পাকিস্তান। প্রথম ওভারে ১২ রান দিলেও ফিন অ্যালেনকে (১২) ফেরান নাসিম শাহ।
দ্বিতীয় উইকেটে ডেভন কনওয়ে ও অধিনায়ক কেন উইলিয়ামস যোগ করেন ৩৫ রান। ৪৭ রানে বিদায় নেন ১৭ বলে ১৪ রান করা কনওয়ে। তবে অটল থাকেন উইলিয়ামসন। গ্লেন ফিলিপসকে নিয়ে গড়েন ৫০ রানের জুটি। ২২ বলে ২৯ রান করে আউট হন ফিলিপস। আর উইলিয়ামস খেলেন ৩৮ বলে ৫৯ রানের একটি ঝলমলে ইনিংস।
১৮ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ হয় ৪ উইকেটে ১৫১ রান। তখন উইকেটে ছিলেন জেমস নিশাম ও চাপম্যান। ১৯তম ওভারের প্রথম বলে ছক্কা মারলেন নিশাম কিন্তু ওই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে এই দু’জন বিদায় নেন। চাপম্যান ১৯ বলে ২৫ রান করে বাবর আজমকে ক্যাচ দেন। পরের বলে রান আউট হন নিশাম (১৭)। শেষ ওভারে ইশ সোধি ২ রান করে বিদায় নেন। ৭ বলে তিন রানের ব্যবধানে তিন উইকেট হারিয়ে রানের গতি কমে যায় কিউইদের। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৬৩ রানে থামে স্বাগতিকরা।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা