অনলাইন ডেস্ক
মাইনাস তাপমাত্রার কনকনে শীত। সেইসাথে অনবরত তুষারপাত। জার্মানির লোয়ার স্যাক্সনি রাজ্যের এই বিস্তীর্ণ তৃণভূমিতে তুষারপাতের ফলে সাদা এক স্তর জমা হয়েছে।দেখে মনে হয় যেন বরফের পাত দিয়ে ঢেকে দেওয়া ভূমি। অবশ্য শুষ্ক আবহাওয়া এই অঞ্চলের বন্যায় আক্রান্ত এলাকাগুলোর জন্য সুসংবাদই বলা যায়।
বরফে ঢাকা শীতের সৌন্দর্য সবচেয়ে বেশি নাকি দেখা যায় সুইজারল্যান্ডে। দেশটির লাউটেরব্রুনেন শহরের একটি স্কি-রিসোর্টের এই দৃশ্য পর্যটনপ্রেমীদের হৃদয় জুড়াবে।শীত যতে বাড়ছে এমন সৌন্দর্য দেখতে ততোই দেশটিতে ভিড় করছেন পর্যটকেরা। গত শীতে আল্পসে তেমন বরফের দেখা মেলেনি। তবে চলতি বছরের মাইনাস তাপমাত্রার সাথে তুষারপাতে যেন প্রত্যাশিত সুইজারল্যান্ডকেই দেখা যাচ্ছে।
নর্ডিক দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি পর্যন্ত নেমেছে। তবে মজার বিষয় হলো, হিম হয়ে যাওয়ার মতো এমন শীতেও থেমে নেই বরফ খুঁড়ে মাছ ধরা। দেশটির লাপল্যান্ডে দেখা গেছে এমনই দৃশ্য। বরফ খুঁড়ে মাছ ধরার চেষ্টা করছেন কেউ কেউ।
নর্ডিক দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি পর্যন্ত নেমেছে। তবে মজার বিষয় হলো, হিম হয়ে যাওয়ার মতো এমন শীতেও থেমে নেই বরফ খুঁড়ে মাছ ধরা। দেশটির লাপল্যান্ডে দেখা গেছে এমনই দৃশ্য। বরফ খুঁড়ে মাছ ধরার চেষ্টা করছেন কেউ কেউ।নর্ডিক দেশ ফিনল্যান্ডে তাপমাত্রা মাইনাস ৪০ ডিগ্রি পর্যন্ত নেমেছে। তবে মজার বিষয় হলো, হিম হয়ে যাওয়ার মতো এমন শীতেও থেমে নেই বরফ খুঁড়ে মাছ ধরা। দেশটির লাপল্যান্ডে দেখা গেছে এমনই দৃশ্য। বরফ খুঁড়ে মাছ ধরার চেষ্টা করছেন কেউ কেউ।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা