অনলাইন ডেস্ক
ইনিংস উদ্বোধন করতে নেমে প্রথম দুই ওভার দেখে খেললেও তৃতীয় ওভার থেকে হাত খুলে খেলতে থাকেন কোহলি ও রাহুল। ইনিংসে তৃতীয় ওভারে আসে ১২ রান। পাওয়ার প্লের ৬ ওভারে ৫২ রান আসে এই দুই ব্যাটারের উইলো থেকে। প্রথম ১০ ওভারে ভারতের সংগ্রহ দাঁড়ায় ৮৭ রানে।
১১তম ওভারে ক্যারিয়ারের ৩৩তম অর্ধশতক তুলে নেন কোহলি। ৩২ বলে ফিফটি পূর্ণ করেন কোহলি। এর পরের ওভারে ৩৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন লোকেশ রাহুলও। তবে, ১৩তম ওভারে রাহুলের উইকেট হারায় ভারত। ফরিদ আহমেদের বলে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ হয়ে ফেরেন তিনি। উইকেটে থিতু হতে পারেননি তিনে নামা সূর্যকুমার যাদবও। প্রথম বলে ছক্কা মেরে দ্বিতীয় বলে সেই ফরিদের বলেই বোল্ড হন সূর্য।
১১৯ ও ১২৫ রানে ভারত পরপর দুই উইকেট হারালেও একপ্রান্ত আগলে থাকেন কোহলি। রিশাভ পান্তকে নিয়ে গড়েন ৮৭ রানের জুটি। এরইমধ্যে ৩ বছর পর নিজের সেঞ্চুরি তুলে নেন কোহলি। শেষ পর্যন্ত ১২২ রানে অপরাজিত থাকেন তিনি। পান্ত অপরাজিত থাকেন ২০ রানে। আর ভারতের সংগ্রহ দাঁড়ায় ২১২ রানে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা