অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ১৮টি হলে ছাত্রলীগের বার্ষিক হল সম্মেলন আগামী ২৮ নভেম্বর (রোববার) থেকে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (৩০ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী ২৮ নভেম্বর (রোববার) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ন্তভুক্ত ১৮টি হলে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তিতে হল সম্মেলন উৎসব মুখর এবং সুপরিকল্পিতভাবে আয়োজন করতে হলের কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
২০১৬ সালের ২৭ নভেম্বর সর্বশেষ হল সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের ১৬ দিন পর কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ২০১৮ সালের ২৯ এপ্রিলে সর্বশেষ সম্মেলন হয় ঢাবি শাখার। পরবর্তীতে ওই বছরের ৩১ জুলাই সনজিত চন্দ্র দাস সভাপতি ও সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য কমিটি ঘোষণা করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী এই কমিটির মেয়াদ ১ বছর হলেও তিন বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছেন তারা। তিন বছরেও আবাসিক হলগুলোর কমিটি করতে পারেননি তারা। অবশেষে নতুন ঘোষণা করা হলো।