অনলাইন ডেস্ক
নিজস্ব প্রতিবেদক: বাজার নিয়ন্ত্রণে ঢাকায় ট্রাকসেলের মাধ্যমে সরকার নির্ধারিত দরে ডিম বিক্রি শুরু করেছে একদল খামারি।
প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন (বিপিএ) সোমবার কারওয়ান বাজার টিসিবি ভবনের সামনে থেকে এই বিপণন কাজ শুরু করে।
এই কার্যক্রম উদ্বোধন করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান।
সরকার খামার পর্যায়ে প্রতিটি ডিম ১০ টাকা ৫০ পয়সা এবং খুচরা পর্যায়ে সর্বোচ্চ ১২ টাকা নির্ধারণ করে দেয় গত মাসে। কিন্তু দুই মাসেও তা কার্যকর করা যায়নি।
ঢাকার ১৬ থেকে ২০টি পয়েন্টে এই কার্যক্রম পরিচালনা করা হবে।
আরোও পড়তে পারেন : চট্টগ্রাম-সিলেটসহ বিভিন্ন বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা