আগামী মাস থেকে টুইটারে থাকবে না কোন রাজনৈতিক বিজ্ঞাপন। নভেম্বর মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে । টুইটারের মতে, রাজনৈতিক বার্তা জনগণের কাছে এত দ্রুত পৌঁছানোর সুযোগ টাকার বিনিময়ে কিনতে পারা উচিৎ নয়, তা অর্জন করে নেওয়া উচিৎ। রয়টার্স জানিয়েছে, ২২ নভেম্বর থেকে এই বিষয়টি কার্যকর হবে। আর এই খবর প্রকাশিত হওয়ার পরই টুইটারের শেয়ার দরপতন হয়েছে।
তবে, জো বাইডেনের নির্বাচনী প্রচারণা শিবির টুইটারের এই ঘোষণায় খুশি। তারা বলেছেন, বিজ্ঞাপনের নামে এ ধরনের অযাচিত বক্তব্য প্রচার না করার যে সিদ্ধান্তটি টুইটার নিয়েছে, আমরা সেটিকে সমর্থন জানাই।
২০১৬ সালে মার্কিন নির্বাচনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সমালোচনার মুখে পড়ে। তবে, অন্যান্য সামাজিক মাধ্যম বিশেষ করে ফেসবুক তার এই ধরণের বিজ্ঞাপন চালু রাখবে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা