অনলাইন ডেস্ক
দুবাইয়ে পর্দা উঠছে আইসিসি নারী টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের। উদ্বোধনী খেলায় আজ বিকেল চারটায় বাংলাদেশ খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরুর কথা জানিয়েছেন টাইগার অধিনায়ক জ্যোতি।
স্কটল্যান্ডের বিপক্ষে টাইগারদের রেকর্ড বরাবরই বেশ ভালো। যা প্রথম ম্যাচে ভালো শুরুর প্রেরণা জোগাচ্ছে। আর একটি ভালো শুরু, বিশ্বকাপের মতো টুর্নামেন্টে নারী ক্রিকেটারদের করে তুলতে পারে আতœবিশ্বাসী। এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে স্কটল্যান্ডের বিপক্ষে চার ম্যাচে খেলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। যার কোন ম্যাচ হারেনি বাংলাদেশ।
তবে বিশ্বকাপে বাংলাদেশের মেয়েদের পরিসংখ্যন খুব বেশি সুখকর নয়। ২০১৪ সালে সবশেষ বিশ্বকাপের মূলপর্বে জয় পেয়েছিলে বাংলার মেয়েরা। এরপর বাকি ৪টি আসরে অংশ নিলেও মূলপর্বে আর জয়ের দেখা মেলেনি।
তবে এবার সেই আক্ষেপ ঘোঁচাতে চায় জ্যোতিবাহিনী। বিশ্বকাপে ভালো খেলতে মরিয়া তারা। এনে দিতে চান আনন্দের উপলক্ষ।
আরোও পড়তে পারেন : সোনাগাজীতে জোয়ারের পানিতে প্লাবিত ১০ গ্রাম