অনলাইন ডেস্ক
রোববার (২৩ জুলাই) দুপুরে, বাংলাদেশ-জাপান শিল্প সম্পর্ক নিয়ে সেমিনারে যোগ দেন তিনি। সেমিনারটি আয়োজন করে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গনাইজেশন (জেট্রো)।
এ সময় বাংলাদেশের প্রশংসা করেন দেশটির সফররত বাণিজ্যমন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি। বলেন, অবকাঠামো ও আইসিটিতে অগ্রযাত্রা প্রমাণ করে, উন্নয়নশীল দেশ হতে এখন আর বাধা নেই বাংলাদেশের। এ সময় জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে আসার আহ্বান জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পরে আলাদা কক্ষে দ্বি-পাক্ষিক বৈঠকে অংশ নেন দুই মন্ত্রী। পরে জানানো হয়, ব্রিকসে যোগ দিলেও জাপান-বাংলাদেশ বাণিজ্য সম্পর্কে প্রভাব পড়বে না।
মূল্যস্ফীতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে একাধিক নিত্যপণ্যের দর কমলেও, দেশে দ্রুত প্রভাব পড়ছে না। বিষয়টি খতিয়ে দেখছে সরকার। তিনি বলেন, বিশ্ববাজারে দাম কমলেও বাংলাদেশ তা কমতে যে কিছুটা সময় লাগে সে ব্যাপারে সরকার অবগত। ট্যারিফ কমিশনের মাধ্যমে কয়েকটি নিত্যপণ্যের দর বেধে দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করা হচ্ছে।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা