অনলাইন ডেস্ক
সোমবার (১৭ আগস্ট) আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগের সিরিজ বোমা হামলার ১৫তম বার্ষিকীর আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘২০০৫ সালের এদিনে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মোজাহেদীন বাংলাদেশ জেএমবি সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায়। এতে দুজন নিহতসহ অন্তত ৫০ জন আহত হয়। সে সময় বিএনপির হাতে রাষ্ট্র পরিচালনার ভার ছিলো। দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলার জন্য দীর্ঘ প্রস্তুতি, নেটওয়ার্ক গড়ে তোলা, জনবল ও বোমা সরবরাহ এতসব একদিনে গড়ে উঠেনি।’
তিনি বলেন, ‘রাষ্ট্রযন্ত্র সেদিন নীরব ছিল কেন? নিশ্চয়ই সরকার প্রশ্রয়দাতা আর পৃষ্ঠপোষক ছিল। না হলে কিভাবে এ দীর্ঘ প্রস্তুতি জঙ্গিরা গ্রহণ করলো। এদেশের রাজনীতিতে যেমনি ১৫ আগস্টের মাধ্যমে নির্মম হত্যাকাণ্ডের সূচনা করেছিল তার ধারাবাহিকতায় ২০০৪ সালের ১৭ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে গ্রেনেড হামলা চালানো হয়েছিলো। আবার দেখুন ২০০৫ সালের সিরিজ বোমা হামলাও সেই আগস্ট মাসে। তাই বলব- ১৫ আগস্ট, ১৭ আগস্ট আর ২১ আগস্ট এসব একই সুত্রে গাঁথা।’
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা