চট্টগ্রামের লোহাগাড়ায় মালবাহী ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছে। শনিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া চুনতি ফরেস্ট রেঞ্জ অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- দুই ভাই মো. বেলাল ও মো. জসিম এবং মো. নাছির উদ্দীন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, ট্রাক ও লেগুনার সংঘর্ষে ঘটনাস্থলে ১০ জন ও হাসপাতালে পাঁচজন মারা যান।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়াছির আরাফাত বলেন, একটি যাত্রীবাহী লেগুনা যাত্রী নিয়ে চকরিয়ার দিকে যাচ্ছিল।
চুনতি ফরেস্ট রেঞ্জ অফিসের সামনে ট্রাকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে মুছড়ে যায়। নিহতদের লাশ উদ্ধার করে দোহাজারী হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা