অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার (০৮ জুলাই) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১০৯ জনের নমুনা পরীক্ষায় ৭১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এটা এ জেলায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের নতুন রেকর্ড। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮০ শতাংশ।
আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিস এ তথ্য জানিয়েছে। উপজেলা পর্যায়ে নতুন শনাক্ত রোগীর মধ্যে ১০ জনের বাড়ি লোহাগড়া উপজেলায়। এ ছাড়া, সাতকানিয়া উপজেলার এক জন, বাঁশখালীর নয় জন, আনোয়ারার ছয় জন, চন্দনাইশের দুই জন, পটিয়ার আট জন, বোয়ালখালীর ১০ জন, রাঙ্গুনিয়ার ১৩, রাউজানের ২০, ফটিকছড়ির ৩২, হাটহাজারীর ২১, সীতাকুণ্ডের ৪১, মীরসরাইয়ের ৩৮ জন ও দুই জন সন্দীপ উপজেলার বাসিন্দা।
২৪ ঘণ্টায় মোট শনাক্তের সংখ্যা ৬১ হাজার ৫৮৯ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে মহানগর এলাকা ৪৭ হাজার ৮৩০ ও ১৩ হাজার ৫৪৬ জন উপজেলা পর্যায়ের রোগী রয়েছেন। এ পর্যন্ত মহানগর এলাকার ৪৮৪ ও উপজেলা পর্যায়ের ২৫১ জনসহ মোট ৭৩৫ জন মারা গেছেন।
আরোও পড়তে পারেন : টেস্ট দলে ডাক পাওয়ার খবরে ‘ঘেমে গিয়েছিলেন’ তানভীর