অনলাইন ডেস্ক
বিশ্ব সংগীতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরষ্কার গ্র্যামি অ্যাওয়ার্ডসের এবারের আসরের মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এবারের মনোনয়ন তালিকায় ভক্তদের জন্য রয়েছে বেশ কিছু চমক। সর্বোচ্চ নয়টি শাখায় মনোনয়ন পেয়ে শীর্ষে আছেন তারকা সংগীতশিল্পী বিয়ন্সে।
দীর্ঘ ক্যারিয়ারে ৮৮টি মনোনয়নসহ বিয়ন্সে এখন গ্র্যামির ইতিহাসে যেকোনো সংগীতশিল্পীর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়নপ্রাপ্ত শিল্পী। স্বামী জে-জেডের সাথে গ্র্যামির ইতিহাসে সর্বাধিক মনোনীত শিল্পী হিসেবেও নাম লিখিয়েছেন বিয়ন্সে। জানা গেছে, এ বছর বিয়ন্সে ও অ্যাডেলে প্রধান ক্যাটাগরিগুলোতে একে অপরের মুখোমুখি হচ্ছেন। নিঃসন্দেহে দুজনের কড়া প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে এবার।
বিয়ন্সে এখন পর্যন্ত ২৮টি গ্র্যামি জিতেছেন। এ বছর একাধিক পুরস্কার ঘরে তুলতে পারলে কন্ডাক্টর জর্জ সোল্টির ৩১টি গ্র্যামি জয়ের রেকর্ড ভেঙে শীর্ষ গ্র্যামি বিজয়ী গায়িকা হবেন তিনি। বিয়ন্সের ৯টি মনোনয়নের পরেই আটটি মনোনয়ন নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কেনড্রিক লামার।
সর্বাধিক মনোনয়ন পাওয়া শিল্পীদের মধ্যে আরও রয়েছেন অ্যাডেল। এবার সাতটি মনোনয়ন রয়েছে এ শিল্পীর। ব্রান্ডি চার্লিরও রয়েছে সাতটি মনোনয়ন। এদিকে, হ্যারি স্টাইলস ‘হ্যারি’স হাউস’ অ্যালবামসহ তার গান ‘অ্যাজ ইট ওয়াজ’-এর জন্য মনোনয়ন পেয়েছেন। এবার মোট ছয়টি মনোনয়ন রয়েছে এ গায়কের ঝুলিতে।
মনোনয়নপ্রাপ্তদের তালিকায় আরও রয়েছেন টেলর সুইফট, মেরি জে ব্লিজ, ব্যাড বানি, লিজ্জো, আনিত্তার মতো শিল্পীরা। সেরা পপ ডুয়েট এর জন্য মনোনয়ন পেয়েছেন ক্যামিলা কাবেইয়ো-এড শিরান, কোল্ড প্লে-বিটিএস ও স্যাম স্মিথ-কিম পেট্রাস জুটি। বছরের সেরা গানের মনোনয়নে সবচেয়ে বেশি আলোচনায় স্টিভ লেসির ‘ব্যাড হ্যাবিট’।
মনোনয়ন ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেকর্ডিং একাডেমির প্রধান নির্বাহী কর্মকর্তা হার্ভে মেসন জুনিয়র, ড্যান+শ, স্মোকি রবিনসন, মেশিনগান কেলি, জন লিজেন্ডসহ আরও অনেকে।
গ্র্যামি অ্যাওয়ার্ডস এর ৬৫তম আসরের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেসের ক্রিপটো অ্যারেনায়। সিবিএস এবং প্যারামাউন্ট+ এ লাইভ সম্প্রচারিত হবে জাঁকজমকপূর্ণ আয়োজনটি। কারা হবেন সেরাদের সেরা, তা জানতে অপেক্ষা করতে হবে ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত।
fblsk
পরবর্তী মন্তব্যের জন্য আপনার নাম,ইমেইল,ওয়েবসাইট ব্রাউজারে সংরক্ষণ করুণ
সম্পাদকঃ
বিডিবিএল ভবন ( লেভেল - ৮) ১২ কারওয়ান বাজার সি/এ, ঢাকা, বাংলাদেশ।
কপিরাইট © ২০২৪ পাওয়ার্ড বাই লালসবুজের কথা